Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানসেবিকার মতো রেলে থাকবে রেলসেবিকা!

যাত্রীদের সেবায় বিমানে নিয়োজিত থাকেন দক্ষ নারী কেবিন ক্রু বা বিমানসেবিকা। এবার ভারতে বিমানের মতোও রেলেও থাকবেন রেলসেবিকা। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, এর আগে ভারতের 'তেজশ এক্সপ্রেসে' এই ব্যবস্থা চালু হয়। এরপর ঠিক করা হয়েছে শতাব্দী, গতিমান, তেজসের পাশাপাশি আরও যে সব প্রিমিয়াম ট্রেন রয়েছে সেগুলিতে রেলসেবিকা নিয়োগ করা হবে।

আইআরসিটিসি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দিনের বেলা রেলসেবিকারা নিযুক্ত থাকবেন। ট্রেনে ওঠার সময়ে যাত্রীদের স্বাগত জানানো থেকে খাবার পরিবেশন, অভিযোগ শোনার কাজ করবেন তারাই। যে সব ট্রেন রাতে চলে সেগুলোতে অবশ্য এখন যে ব্যবস্থা রয়েছে সেটাই চালু থাকবে।

আইআরসিটিসি সূত্রে জানা গেছে, এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ভারতে মোট ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে। সম্প্রতি বেসরকারি উদ্যোগে বন্দেভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাও করা হয়েছে। এই সব ট্রেনে রেলসেবিকা দেখা যাবে খুব শিগগিরই। জানা গেছে, সব ট্রেনে রেলসেবিকাদের পোশাক একই রকম হবে। পরিষেবা ক্ষেত্রে প্রশিক্ষণ রয়েছে এমন নারীদেরই নিয়োগ করা হবে।

 

ভারতে এই উদ্যোগ নতুন হলেও অনেক দেশ বেশ আগে থেকে রেলসেবিকা নিয়োগ দিয়ে আসছে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ