Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ স্বর্ণ জয় মুক্তি খাতুনের

বর্তমানে খেলাধুলায় ছেলেদের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে। সব ধরনের খেলাতেই নারী অংশগ্রহণকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে নারীদের অর্জনের ঝুড়িও ভরে যাচ্ছে।

গতকাল মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হওয়া বঙ্গবন্ধু ৩৪ তম জাতীয় সাঁতারের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন আনসারের সাঁতারু মুক্তি খাতুন। বয়সভিত্তিক জাতীয় সাঁতারের প্রথম দিনেই আনসারের মুক্তি খাতুন পাঁচটি স্বর্ণপদক জয় করেছেন।

আনসারের সাঁতারু মুক্তি খাতুন ০১:২২.২৮ সেকেন্ড সময় নিয়েছেন। ২০১৯ সালে করা বিকেএসপির খাদিজা আক্তারের সময় ছিল ০১:২৩.৭১ সেকেন্ড। পাঁচটি স্বর্ণ পদক জয় করেছেন মুক্তি খাতুন। প্রথম দিনে দুইটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পালটা জবাব দিয়ে মুখ রক্ষা করেছেন বিকেএসপির আমিরুল ইসলাম।

আমিরুল ইসলাম ০১:০৪.৩০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে ২০০৬ সালে বিকেএসপির রবিউল ইসলামের (০১ঃ০৬.২৮) করা রেকর্ড ভেঙেছেন। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল গতকাল বিকালে বয়সভিত্তিক সাঁতারের উদ্বোধন করেন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ