Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুভ জন্মদিন গুগল!

মোবাইলে কিছু জানার হলে নিজের অজান্তেই সবার আগে গুগলে সার্চ দেওয়া হয়। পুরো বিশ্ব এখন গুগল নির্ভর। যেকোনো তথ্য কয়েক সেকেন্ডে গুগল থেকে বের করে নেয় সকলে। বিশ্বের জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনের আজ ২৩ তম জন্মদিন।

১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর গুগলের জন্ম হয়েছিল। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডের দুই পিএইচডির ছাত্র বড় আকারের সার্চ ইঞ্জিন তৈরির ধারণা নিয়ে কাজ শুরু করেন। ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের ধারণা প্রকল্পই আজকের গুগল।

 

বর্তমানে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন এখন গুগল। আজ ২৭ সেপ্টেম্বর পালন করছে গুগলের ২৩ তম জন্মবার্ষিকী। বিশেষ দিন উপলক্ষে এটি তাদের হোমপেজে নতুন ডুডল তৈরি করছে।

শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি। গুগল নামের পিছনের এই গল্পটি সকলেরই অজানা।

 

গাণিতিক হিসাবের গোগল (googol)- এর অর্থ- একটি সংখ্যার পিছনে একশ শূন্য।

 

আসল নামের বদলে ভুল এই বানানটি লিখেছিলেন একজন প্রকৌশলী। সেই ভুল নামই হলো গুগল। যা এখন বিশ্বব্যাপী পরিচিত এবং সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ