Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তেঁতুলের পর এবার নারী হলেন কাটা তরমুজ

সম্প্রতি মিডিয়ায় আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তারা হিজাব না পরা নারীদের নিয়ে বাজে মন্তব্য করছে। সেখানে এক তালেবান যোদ্ধাকে বলতে শোনা যাচ্ছে, হিজাব না পরা নারী আসলে ‘কাটা তরমুজের মতো’। নারীদের নিয়ে এরকম অপমানজনক মন্তব্য তালেবানদের মানসিকতাকেই প্রকাশ করে। 

 

এ ধরনের মন্তব্য থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে তালেবানের কাছে আজও নারীরা ‘বস্তু’ হিসেবেই রয়ে গেছে। অনেকেই ক্ষিপ্ত হয়ে বলেছেন যে তালেবানরা নারীকে কেনার কথা ভাবে কীভাবে? এই তাদের নারী অধিকার? 

 

আফগানিস্তান দখলের পর তালেবানরা আশ্বাস দিয়েছিলো নতুন সরকার গঠন হলে নারীদের সম্পূর্ণ অধিকার দেয়া হবে। আফগান নারীদের পূর্ণ সম্মান দেওয়া হবে। এমনকি পড়াশোনা এবং কাজেরও সুযোগ পাবেন তারা। তারা বলেছিলো পূর্ববর্তী তালেবানি কঠোরতা থেকে তারা এবার সরে আসবে। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হলো তালেবানদের কথার সাথে কাজের মিল পাওয়া যায়নি। দিন যত যাচ্ছে তালেবানকে পুরনো রূপে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারে নারীদের কোনো অংশগ্রহণ নেই, নারীদের ক্রিকেটে নিষেধাজ্ঞা দেওয়া, চাকরিজীবী নারীদের ঘরে থাকার আদেশ এসবই জানান দেয় তালেবান আসলে তালেবানই রয়ে গেছে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ