Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালি পেটে চা-কফির মহাবিপত্তি

ঘুম থেকে উঠেই অনেকে বেড টি-কফি খান। কেউ আবার সকালের নাস্তা না করেই চা-কফি খেয়ে পেট ভরান! এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অনেকেরই জানা নেই ভুল এই অভ্যাসের কারণে বাড়ছে বিভিন্ন রোগের ঝুঁকি।

 

সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীরের পুষ্টিবিদ পূজা মাখিজা এ বিষয়ে তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি জানিয়েছেন খালি পেটে কোন কোন খাবারগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।তবে আজকে আমরা চা কফি নিয়ে আলোচনা করবো।

 

চা-কফি খেলে মনে প্রশান্তি আসে। একইসঙ্গে শরীরের অবসন্নভাব কাটাতেও চায়ের জুড়ি মেলা ভার! শরীরের ক্লান্তি কাটাতে এক কাপ গরম চা-কফির জুড়ি মেলা ভার। তবে জানেন কি, খালি পেটে চা-কফি খাওয়ার অভ্যাস মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

 

খালি পেটে যদি ক্যাফেইনযুক্ত পানীয় খাওয়া হয় তাহলে পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। ফলে পেটে অস্বস্তি-ভাব তৈরি হয় এবং পেট ফুলে থাকতে পারে।

 

পুষ্টিবিদের মতে, দীর্ঘদিন এ অভ্যাসের কারণে অ্যাসিডিটির সমস্যা বিপজ্জনক হতে পারে। খালি পেটে চা খেলে এতে থাকা ট্যানিন শরীরে বমি বমি ভাব ও পেটে অস্বস্তি তৈরি করে।

 

এছাড়াও খালি পেটে অ্যালকোহল বা মদ পান করলে তা রক্ত প্রবাহে প্রবেশ করে ও দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। ফলে রক্তচাপ কমে যায় ও চিনির মাত্রা বেড়ে যায়। একসময় তা পেট, কিডনি, ফুসফুস, লিভার এবং তারপর মস্তিষ্কে ছড়িয়ে পড়ে।

 

চা প্রেমীদের হয়তো বিষয়টি পছন্দ হয় নি।তবে কিছু সতর্কতা অবলম্বন করা গেলে এই  বিপত্তিগুলো থেকে মুক্তি তো মিলবে এবং সাথে  সুস্বাস্থ্যে থাকা যাবে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ