দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করলেন প্রসূন আজাদ
সবার অগোচরেই দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফার কে বিয়ে করেছেন তিনি। দুই ফ্যামিলি সম্মতিতেই এই বিয়ে সম্পূর্ণ হয়েছে গত শুক্রবার (৩০ জুলাই)। নিজ বাসাতেই বিয়ের আয়োজন করেছিলেন প্রসূন আজাদ।
প্রসূন এর স্বামী এখন পুরান ঢাকার ছেলে এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী। অনেক বছর ধরেই ফারহানের সাথে প্রসূনের বন্ধুত্ব সম্পর্ক। যা ১২ মে পারিবারিক ভাবে আংটি বদলের মাধ্যমে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়।
যদিও এটি প্রসূনের দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে হয়েছিলো ২০১৬ সালে এক অস্ট্রেলিয়া প্রবাসীর সাথে যা ২ বছরের মাথায় এসেই ভেঙে যায়
নতুন সূচনার জন্য গণমাধ্যমে নিজেরদের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে বলেন,' আমরা নতুন জীবন শুরু করলাম।সবার কাছে দোয়া চাই যেন সুখে শান্তিতে জীবন কাটাতে পারি'।
উল্লেখ্য, তিনি ২০১২ সালে লাক্স -চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানা আপ হয়েছিলেন। আর তার পর থেকেই তার মিডিয়া তে পথ চলা শুরু হয়েছে। সে নিয়মিত কাজ করছে ছোট ও বড়পর্দায়। তার অভিনীত 'মানুষের বাগান' সহ আরও বেশ কয়েকটি মুভি মুক্তির অপেক্ষায় আছে।