Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কেন খাবেন ইসবগুলের ভুসি 

ইসবগুলের ভুসি নাম তো সকলেই শুনেছেন। অনেকেই নিয়মিত খান আবার অনেকে হয়তো ভাবেন কেন খাবেন। ইসবগুলের ভুসি শরীরের জন্য খুবই উপকারী। 

 

ইসবগুলের ভুসি ওষুধ পেটকে কেমিক্যালাইস করে এবং আমাদেরকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। প্রতি রাতে ঘুমানোর আগে  ইসবগুলের ভুসি খাওয়ার মাধ্যমে আমাশয় থেকে পরিত্রাণ পাওয়া যায়। 

 

ইসবগুলের ভুসি আমাশয় এর জীবাণু ধ্বংস করতে পারে না তবে শরীর থেকে বের করে দিতে পারে।কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুসির জুড়ি মেলা কষ্টকর। পেট পরিষ্কার করতে ইসবগুলের ভুসি অনেক গুণে উপকারী। 

 

যাদের ইউরিনের জ্বালাপোড়া আছে তারা যদি সকাল-বিকাল ইসবগুলের ভুসি খায় তাহলে তাদের জ্বালাপোড়া কমবে এবং ইউরিন ও স্বাভাবিক রঙের হয়ে আসবে। 

 

হাতে পায়ে জ্বালাপোড়া, মাথা ঘোরানো রোগেও ইসবগুলের ভুসি আখের গুড় দিয়ে খেলে উপকার পাওয়া যায়।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ