Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত বাড়ীতে শিশুর যত্ন

করোনার সংক্রমণ দিনকে দিন বেড়েই চলেছে। মাঝখানে করোনা কিছুটা কমে আসলেও এখন মাত্রাতিরিক্ত হারে করোনা বাড়ছে। এবারে করোনার ভ্যারিয়েন্টও বেশ শক্তিশালী। এমন কঠিন সময়ে শিশুদের প্রতি অধিক যত্নের প্রয়োজন। 

 

শিশুদের করোনা আক্রান্তের হার কম হলেও ঝুঁকি তো একটা থেকেই যায়। বিশেষ করে যেসব বাড়িতে করোনা আক্রান্ত রোগী আছে সেসব বাড়ীতে শিশু থাকলে তার প্রতি হতে হবে অধিক সতর্ক।  

 

আক্রান্ত রোগীর থেকে শিশুকে সম্পূর্ণ আলাদা রাখুন। বাবা মা আক্রান্ত হলে সতর্কতা বাড়াতে হবে। সন্তান কিছুটা বড় হলে তাকে আলাদাই রাখুন। তবে নবজাতক হলে একেবারে আলাদা না রাখা গেলেও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মানুন। এক্ষেত্রে সন্তানকে খাওয়ানোর আগে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন। বাকি সময় সন্তানকে মায়ের থেকে দূরে রাখুন। 

 

আক্রান্ত ব্যক্তি নিজেকে এক রুমেই রাখুন। আলাদা বাথরুম ব্যবহার করুন। একেবারে সম্ভব না হলে সবার শেষে বাথরুম ব্যবহার করুন। এবং নিজেই বাথরুম জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালোভাবে জীবাণু মুক্ত করুন। তবে সন্তানের প্রতি আবেগ থেকে কাছে নেবেন না৷ ধৈর্য রাখুন। সন্তানের সুরক্ষার জন্য সাবধানতায় কোন ছাড় দেবেন না।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ