Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মশা থেকে সুরক্ষিত থাকুন 

বর্ষা এলেই মশার উপদ্রব বেড়ে যায়। মশার প্রভাবে আবার ডেঙ্গুর প্রকোপও বাড়তে পারে। এমনিতেও করোনা আতঙ্কে সারাদেশ বিপর্যস্ত। এরমধ্যে মশার উপদ্রব বাড়লে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।  তাই আগে থেকেই নিজেরা সতর্ক হোন। এক্ষেত্রে বাড়ীকে মশা মুক্ত রাখতে হবে। এজন্য কিছু উপায় আছে যেগুলো মেনে মশা থেকে  সুরক্ষিত থাকতে পারেন। 

 

মশা তাড়ানোর উপাদানের পরিবর্তে ওষুধের মূল উপাদান কর্পূর ব্যবহার করুন।  মশা তাড়াকে অব্যর্থ কর্পূর।

 

মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিমের তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন। 

 

তুলসীও মশা তাড়াতে বেশ উপযোগী। যে ঘরে ঘুমান তার বাইরে জানালার পাশে যদি তুলসী গাছ লাগান তাহরে ঘরে মশা ঢুকবে না। আপনার ঘুম হবে শান্তির। 

 

মশা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রসুন। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে রাখুন। এবার সেই পানি ঘরে ছিটিয়ে দিন। মশা দূরে থাকবে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ