Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ স্ট্রবেরী মুন দেখার জন্য তৈরি তো?

মহাকাশপ্রেমি সকলকে আকর্ষণ করে এমন একটি বিষয় হচ্ছে সুপারমুন। বলা হয়ে থাকে, অতীতে অনেক ব্যক্তি নাকি মানুষের সাথে সুপার মুনের  মাধ্যমে  প্রতারণা করেছে। আধুনিক সময়ে প্রতারণা করা কঠিন হলেও মানুষ একই ভাবে আগ্রহ রেখেছে ব্যাপারটিতে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) এই বছরের শেষ সুপার মুন দেখা যাবে। এদিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে। একে বলা হয় স্ট্রবেরি মুন। অন্যদিনের তুলনায় এদিন প্রায় ১২ শতাংশ বড় দেখাবে চাঁদ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রায় মাসখানেক আগে একটি সুপার মুন দেখেছিলো বিশ্ববাসী। সেটি ছিল ব্লাডমুন বা রক্তচন্দ্র। সেদিনই হয়েছিলো বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার কিছুদিন পর হয় সূর্যগ্রহণ। এবার আরও একটি ঘটনার সাক্ষী হতে চলছে সবাই। আজ পৃথিবীবাসী সাক্ষী হবে বছরের শেষ সুপার মুনের। তবে ভারতীয় উপমহাদেশ থেকে স্ট্রবেরি মুন দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নাসার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুপারমুন দেখার ক্ষেত্রে মিডেলইস্ট এবং আফ্রিকান কন্টিনেট বেশি সুবিধা পাবে তবে ভারতীয় উপমহাদেশ এবং টপিক্যাল অঞ্চল গুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে দেখা কষ্ট সাধ্য হতে পারে। জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ১০ হাজার কিলোমিটার। কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লাখ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে নেমে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। তখন চাঁদ বড় দেখায়। পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়লে হয় চন্দ্রগ্রহণ। এই সময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছায়। তাই পূর্ণ গ্রহণের সময় লাল রঙের দেখায় চাঁদ। তবে এদিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে।

মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে থাকে। সেই কারণে এই সময়ের সুপার মুনকে তারা স্ট্রবেরি মুন বলে আখ্যা দেয়। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

সুপারমুন দেখাটা তেমন একটা অদ্ভুত ব্যাপার নাহ হলেও মানুষ কে এখনো টেনে আনে এর দিকে। মহাকাশের অনেক বিস্ময়ের মাঝে সুপারমুন একটি। সুপারমুনের আদি ও অন্ত নিয়ে মানুষের  আগ্রহ যেন এক না শেষ হওয়া গল্পের মতো।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ