মানসিক ভয় জয় করতে মেডিটেশন
আমরা অনেকেই আছি জীবনের ছন্দ পতনকে সহজে নিতে পারিনা। কিংবা নতুন কোনো অধ্যায়ও শুরু করতে ভয় পাই। অল্প আঘাতেই ভেঙে পড়ে অনেকেই। অনেকেই আবার ভেঙে পড়া পরিস্থিতি থেকে বের হতে পারেনা। এমন পরিস্থিতিতে ভয়কে জয় করতে পারে মেডিটেশন। মেডিটেশন মানে মনের ব্যায়াম এটা আমরা সবাই জানি। প্রতিদিন কিছু সময় মনোসংযোগ করে নিজের যেকোনো ভয় কাটিয়ে উঠা সম্ভব। আসুন তবে জেনে নি কিভাবে মেডিটেশন করবেন।
প্রাথমিক প্রস্তুতি :
মেডিটেশনের জন্য প্রথমে বডি রিল্যাক্স ও ব্যালান্স করে নিতে হবে। নয়তো সম্পূর্ণ মনোযোগ স্থাপন করতে পারবেন না। বডি রিল্যাক্স করে মেডিটেশনে বসলে কোনো সমস্যা ছাড়া মন স্থির করা সম্ভব। আর বডি রিল্যাক্স করার সহজ উপায় হচ্ছে গভীরভাবে শ্বাস গ্রহণ করা।
দেহভঙ্গিমা :
মেডিটেশনের জন্য বেশ কিছু বসার নিয়ম আছে। যেমন- সুখাসন, পদ্মাসন, বজ্রাসন ইত্যাদি।
সুখাসন :
খো, যাতে বাঁ পায়ের গোড়ালি ডান দিকের মূলাধার স্পর্শ করে। এখন ডান পা হাঁটুর কাছ থেকে ভেঙে বাঁ পা-র নীচে রেখে সোজা হয়ে বসতে হবে।
পদ্মাসন :
বাঁ উরুর ওপর ডান পা এবং ডান উরুর ওপর বাঁ পা রেখে মেরুদণ্ড সোজা করে বসুন। দু’ হাত সোজা করে হাঁটুর ওপর রাখুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।
বজ্রাসন :
সঠিক নিয়ম মেনে মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে। এতে মেডিটেশনের মনঃসংযোগ ও উপলব্ধি গভীর ভাবে হবে।