চিনি; রূপচর্চায় অনন্য
নানা কারণেই আমাদের খাবার তালিকা থেকে বাদ পরে চিনি৷ কিন্তু এই চিনির রয়েছে নানা গুণাগুণ। খাবারের স্বাদ পরিবর্তনের পাশাপাশি ত্বকের চাকচিক্য ফিরিয়ে আনায় চিনির জুরি নেই। এটি ত্বকের যত্নে প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। চলুন তবে জেনে নেই রূপচর্চায় চিনির গুণাগুণ সম্পর্কে –
ত্বকের উজ্জ্বলতা – ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে চিনি। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। ধোয়ার সময় স্ক্রাব করেও নিতে পারেন। সপ্তাহে দু-বার এটা লাগালে দারুণ ফলাফল পাবেন।
স্ট্রেচ মার্ক – অনেকসময় হঠাৎ করেই ওজন কমে বা বেড়ে যায়। প্রেগনন্সিতেও এমন সমস্যা হয়৷ এসময় ত্বকে স্ট্রেচ মার্ক পরে। আর এই স্ট্রেচ মার্ক দূর করতে চিনি অনন্য। স্ট্রেচ মার্কের সমস্যা হলে কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করুন। ধীরে ধীরে স্ট্রেচ মার্ক হালকা হয়ে উঠে যাবে।
ঠোঁট ফাটা – ঠোঁট ফাটার সমস্যা সমাধানে চিনি দারুণ উপকারী। এই সমস্যায় বিটের রস ও চিনি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। এতে ঠোঁট নরম ও লালচে হবে। পাশাপাশি ঠোঁট ফাটাও বন্ধ হবে।