জয়া আহসানের ‘রইদ’ পেল সরকারি অনুদান
২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেল মোট ১৭ টি সিনেমা। তারমধ্যে জয়া আহসান প্রযোজিত 'রইদ' সিনেমাটি সাধারণ ক্যাটাগরিতে সরকারি অনুদান পায়৷
সরকারি অনুদান প্রাপ্ত এই ১৭ টি সিনেমার মধ্যে ৩ টি মুক্তিযুদ্ধ বিষয়ক, ২ টি শিশুতোষ চলচ্চিত্র এবং ১২ টি সাধারণ ক্যাটাগরির সিনেমা।
গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এই ১৭ টি সিনেমা নির্মাণের কাজে সংশ্লিষ্ট প্রযোজকদের এই অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার।
চলচ্চিত্র শিল্পে মেধা ও মননশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত রাখার লক্ষ্যে, রুচিশীল ও শিল্পমান সমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তার জন্য এমন সিদ্ধান্ত নেয় সরকার।