Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষার দিনে কীভাবে বাইরে যাবেন? 

ক্যালেন্ডারে গ্রীষ্ম এখনো শেষ  না হলেও বর্ষার হাঁকডাক শুরু হয়ে গেছে। আর বৃষ্টির দিনে বের হওয়া একটা বড় ঝক্কিঝামেলার কাজ। কিন্তু বের হওয়া তো এড়িয়ে যাওয়া যাবেনা৷ নানা প্রয়োজনে বের হতেই হবে। তাই বরং বের হওয়ার জন্য বেছে নিন বর্ষার উপযোগী সাজ পোশাক।  

 

পায়জামা বেছে নিন আঁটসাঁট।  ঢিলেঢালা পায়জামা বৃষ্টিতে ভিজা স্যাঁতস্যাঁতে ভাব কে আর অস্বস্তিকর করে তোলে। 

 

বর্ষায় একটু রঙিন কাপড়ই যেন সৌন্দর্যকে ধরে রাখে। সাদা বা কালো একেবারেই এড়িয়ে চলুন৷ কারণ সাদা বা কালো পোশাকে কাদামাটির দাগ লাগলে সহজেই চোখে পড়ে। 

 

বর্ষার দিনে মেকআপের ক্ষেত্রে থাকতে হবে সচেতন।  হালকা মেকআপই এক্ষেত্রে ভালো। কারণ কখন কিভাবে এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেলো আর ভারী মেকআপের হাল হয়ে গেলো খারাপ৷ তাই হালকা মেকআপ নিন।  কাজল মাশকারা অবশ্যই যেন ওয়াটারপ্রুফ হয়। 

 

চুল রাখুন একটু শাসনে। বৃষ্টির দিনে খোলা চুল ভেজা আর্দ্রতাকে খুব একটা আরামদায়ক করে না৷ তাই চুল রাখুন বেঁধে।  খোঁপা কিংবা বিনুনি করতে পারেন৷ খোঁপায় গুঁজে দিতে পারেন মৌসুমি কোন ফুল।
 

 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ