Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের চাকরির নিয়োগে করছাড়

তৃতীয় লিঙ্গের কোন ব্যক্তিকে চাকরিতে নিয়োগ দিলে করছাড় পাবে নিয়োগকারী প্রতিষ্ঠান৷ দেশের অসহায়- সুবিধাবঞ্চিত মানুষের অর্থনীতির মূলধারায় আনার জন্য সরকারের চেষ্টাকে আরো ফলপ্রসূ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেছেন, যদি কোন প্রতিষ্ঠান তার মোট কর্মীর ১০ শতাংশ বা ১০০ জনের অধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয় তাহলে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ, যেটি কম, তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে প্রদানের জন্য প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করছি।

বৃহস্পতিবার অর্থাৎ ৩ জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। তিনি তার বক্তৃতায় বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর একটি অংশ হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ। তারা অন্যান্য মানুষের চেয়ে আর্থ-সামাজিকভাবে অনেক পিছিয়ে আছে এবং তারা সমাজের মূলধারার বাইরে রয়েছে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ