সাদা কাপড় ধোবেন যেভাবে
সাদা রঙের কাপড়ে যেন সৌন্দর্যের থেকে মায়া বেশি কাজ করে। সাদা রঙ শুভ্রতা ছড়ায়। কমবেশি সকলেই সাদা রঙের পোশাক পছন্দ করেন। তবে দেখতে যেমন সাদা কাপড় শুভ্র, তেমনি সাদা কাপড়ে রঙ, দাগ ও ময়লাও হয় বেশি। অল্প ময়লাই সাদা কাপড়ে বেশি দেখা যায়। তাই সাদা কাপড় ধোঁয়ার দরকারও বেশি পড়ে। আবার অনেক সময় সাদা কাপড় হলদেটে হয়ে যায়। এক্ষেত্রে সাদা কাপড় যেভাবে ধুলে ভালো থাকবে চলুন তার কিছু টিপস জেনে আসি।
প্রথমেই মাথায় রাখতে হবে সাদা কাপড় আলাদা পাত্রে ভেজাতে হবে। কারণ অন্য কাপড়ের সাথে ভেজালে রঙ লেগে যেতে পারে। রঙ না লাগলে কাপড়ে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।
ভেজানোর সময় পানিতে আধ কাপ ভিনেগার ও কিছু খাবার সোডা মিশিয়ে নিন। এতে কাপড়ের উজ্জ্বলতা টিকে থাকে।
হালকা কুসুম গরম পানির সাথে শ্যাম্পু ও লেবুর রস মিশিয়ে সাদা কাপড় ধুলে কাপড় ভালো থাকে। কাপড়ে নতুনত্ব বজায় রাখতে মাড় দিতে পারেন। তবে মাড় দিয়ে টাটকা রোদে শুকাতে হবে। নয়তো মাড়ের ছোপ ছোপ রেশ থেকে যাবে।
যারা সাদা কাপড়ে নীল ব্যবহার করেন তারাও খেয়াল রাখবেন নীল যাতে ভালোভাবে পানিতে মিশে। কেননা নীল ভালোভাবে না মিশলে কাপড়ে নীলেরও ছোপ ছোপ দাগ থেকে যায়।
কাপড়ে প্রসাধনী যেমন নেলপলিশ, লিপস্টিক লেগে গেলে রিমুভার দিয়ে ঘষে নিন৷ এরপরে ব্লিচিং পাউডার মেশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন।
সাদা কাপড় শুকানোর জন্য কড়া রোদে শুকাবেন৷ নয়তো কাপড়ের উজ্জ্বলতা ফিরবেনা। আর সুতি ছাড়া অন্য কাপড় যেমন সিল্ক, জর্জেট, শিফন বা মসলিন এসব কাপড় বেশিক্ষণ ভিজিয়ে রাখবেনা না। এতে কাপড় নষ্ট হয়ে যায়।