Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামিন পেয়েছেন রোজিনা ইসলাম

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম আজ জামিন পেলেন। জামিনের আবেদনের ওপর গত বৃহস্পতিবার শুনানি শেষ হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেক্টস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হন তিনি।  

আজ রবিবার তার জামিন আবেদন বিষয়ে শুনানি শুরু হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শুরু হয়েছে। 

 

গত বৃহস্পতিবারের শুনানি প্রায় এক ঘণ্টা ধরে দু পক্ষের আইনজীবীরা ভার্চুয়ালী অংশ নেন। তবে সেদিন কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি। আজকের শুনানিতে পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তার এই জামিন আবেদন মঞ্জুর করেন। 

 

পেশাগত দায়িত্ব পালন কালে গত ১৭ মে রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়।  পরে রাত সাড়ে আটটার দিকে তাকে শাহবাগ থানা – পুলিশের হাতে হস্তান্তর করা হয়। এবং রাত পৌনে বারোটায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ এরপর থেকে তার মুক্তির দাবিতে কয়েক ধাপে প্রতিবাদ ও আন্দোলন চলে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমও এই প্রতিবাদে নিজেদের সামিল করে। 

 

অবশেষে আজ রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ