Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ সপ্তাহেই পুরোপুরি খুলবে পোশাক কারখানা

করোনার কারণে দেশে চলছে লকডাউন। সম্প্রতি দেশে প্রায় অনাড়ম্বরের সাথেই উদযাপন হয়ে গেলো ঈদ উল ফিতর। কিন্তু চলাচলে সরকারের নিষেধাজ্ঞার কারণে রাজধানী ছাড়তে পারেনি অনেকেই। ফলে ঈদ করতে গ্রামের বাড়ি যায়নি একটি সংখ্যা। আবার কেউ কেউ গ্রামের বাড়ি গেলেও ঢাকা ত্যাগের ব্যাপারে জানেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। কাজেই এ ব্যাপারে তাদের কাছে কোন পরিসংখ্যান নেই। 

 

পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ও এ খাতের শ্রমিক নেতারা জানান যে, ঈদের পরে কয়েকদিনে খুব কমসংখ্যক কারখানা খুলেছে। তবে এই সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পুরোপুরি কারখানা চালু হবে বলে তাদের আশা।

 

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, গত তিন দিনে কমসংখ্যক গার্মেন্টস খুলেছে। চলতি সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে পুরোপুরি পোশাক কারখানার কাজ চালু হবে। শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি বলেন, এখনো উল্লেখ করার মতো তেমন কারখানা খোলেনি। তিনি বলেন, অধিকাংশ শ্রমিকই ছুটিতে তাদের কর্মস্থল ত্যাগ করেনি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ