Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে করণীয়

করোনা আতঙ্কের মধ্যে বর্তমানে যুক্ত হয়েছে নতুন আরো একটি আতঙ্ক।  নতুন এই আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস। সম্প্রতি ভারতে করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসও বেশ ভয়ংকর রূপে দেখা দিচ্ছে।  বিরল এই ছত্রাক ভারতে কোভিড রোগীদের অন্ধ করে দিচ্ছে।  এমনকি কেড়ে নিচ্ছে প্রাণও।  

 

কোভিড থেকে আরোগ্যের পথে বা সুস্থ হয়ে ওঠাদের শরীরে দেখা মিলছে ব্ল্যাক ফাঙ্গাস নামের এই ছত্রাকের। বিরল এই ছত্রাকের সংক্রমণ খুবই মারাত্মক যা নাক, চোখ এবং কখনও কখনও মস্তিষ্কেও আক্রমণ করে। তাই আগে থেকেই জেনে রাখুন ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে করণীয় এমন কিছু পদক্ষেপ –

 

১. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা উচিত ।

২. পুঁজ বেরনোর পর রক্তে গ্লুকোজের মাত্রা মাপতে হবে। এমনকি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও তাই করা উচিত।

 

৩. সঠিক পরিমাণে এবং ঠিক সময় স্টেরয়েড নিতে হবে।

 

৪. অক্সিজেন থেরাপির সময় পরিষ্কার, স্টেরিলাইজ করা জল ব্যবহার করা উচিত।

 

৫. প্রয়োজনে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ফাঙ্গাল ওযুধ খাওয়া উচিত।  

 

করোনা মহামারীর এই ভয়াবহ সময়ে ব্ল্যাক ফাঙ্গাসও চিকিৎসকদের কপালে তৈরি করেছে নতুন চিন্তার ভাজ। তবে এই ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক থেকে সাধারণত সুস্থ মানুষদের সেই ভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধুমাত্র যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরই ব্ল্যাক ফাঙ্গাস এ সংক্রমিত হওয়ার আশংকা বেশি। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঠিক সময় কিছু পদক্ষেপ গ্রহণ করলে ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচা অনেকটাই সহজ হয়ে যাবে।
 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ