Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট র‍্যাংকিংয়ে পয়েন্ট হারালো বাংলাদেশ

আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টেস্ট র‍্যাংকিংয়ে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। পয়েন্ট কমলেও র‍্যাংকিংয়ের ৯ নম্বরেই অবস্থান করছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজ হারের কারণে পয়েন্ট হারিয়েছে  টাইগাররা। ৫ পয়েন্ট হারিয়ে এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৪৬।

 

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ভারত ও নিউজিল্যান্ড।  এরপরই দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১২০। আর ১০৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে টপকে তিন নম্বরে অবস্থান ইংল্যান্ডের। ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে অস্ট্রেলিয়া। 

 

পাকিস্তান ধরে রেখেছে আগের অবস্থান।  ৯৪ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে । র‍্যাংকিংয়ে  দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, ৮০ পয়েন্ট নিয়ে সাতে আছে দক্ষিণ আফ্রিকা এবং আট নম্বরে অবস্থান শ্রীলঙ্কার। আর বাংলাদেশের পরে ১০ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে আছে । তাদের পয়েন্ট ৩৫।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ