করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন
করোনা মহামারির বিপর্যস্ত পুরো ভারত। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙ্গে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে আর সংকট দেখা দিচ্ছে অক্সিজেনের। চলমান এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন অনেক বলিউড তারকারা। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।
টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন শিখ গুরুদ্বার ব্যবস্থাপক সমিতির সভাপতি মনজিন্দর সিং সিরসা।
এছাড়াও রবিবার অমিতাভ বচ্চন নিজে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন । সেখানে পুরো বিশ্বকে ভারতের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে। সেই লড়াই অনেকটাই সহজ হবে যদি বিশ্বের নানা প্রান্ত থেকে জরুরি ওষুধপত্র ভারতে এসে পৌঁছোয়। সঠিক চিকিৎসা এবং ওষুধের জোগান থাকলে এই যুদ্ধে ভারত অবশ্যই জিতবে।