Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজত্বপ্রাপ্তির এক মাসের মাথায় মারা গেলেন জুলু রানী

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জাতিগোষ্ঠী জুলু সম্প্রদায়। গত মাসে রাজা গুডউইল জোয়েলিথিনি মারা যাওয়ার পর এই সম্প্রদায়ের দায়িত্ব নেন মান্তফম্বি দলামিনি জুলু। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার।  ক্ষমতা পাওয়ার মাত্র এক মাসের মাথায় চলে গেলেন না ফেরার দেশে।  

 

রাজত্বপ্রাপ্তির এক মাসের মাথায় মারা গেলেন জুলু রানী

২৬ এপ্রিল সোমবার হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছিলেন তা জানা যায়নি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির মাধ্যমে জানা যায়, জুলু রাজপরিবার এক ঘোষণায় রানি মান্তফম্বির মৃত্যুর খবর নিশ্চিত করে। 

 

রাজত্বপ্রাপ্তির এক মাসের মাথায় মারা গেলেন জুলু রানী

রাজা গুডউইলের মৃত্যুর পর গত ২৪ মার্চ মান্তফম্বি জুলু সম্প্রদায়ের শাসক হন তিনি । মৃত্যুর আগে দীর্ঘ ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন রাজা গুডউইল। আফ্রিকা জুড়ে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে রাজা ছিলেন।

 

রাজত্বপ্রাপ্তির এক মাসের মাথায় মারা গেলেন জুলু রানী

রানির মৃত্যুর পর কে জুলু সিংহাসনের দায়িত্ব কে পাচ্ছেন , তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে জুলু প্রধানমন্ত্রী মানুষকে আশ্বস্ত  করেন যে জুলু জাতির নেতৃত্বে কোন শূন্যতা থাকবে না। ধারণা করা হচ্ছে, রাজা গুডউইল ও রানি মান্তফম্বি দম্পতির বড় ছেলে পরবর্তী জুলু রাজা হিসেবে দায়িত্ব নিতে পারেন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ