Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীঘ্রই নারী বিচারক নিয়োগ দিবে সৌদিআরব

শীঘ্র নারী বিচারক নিয়োগ দিতে যাচ্ছে সৌদি আরব। দেশের সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে এবার বিচারক নিয়োগের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সৌদির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, গত কয়েক বছর ধরে সমাজ সংস্কারের অংশ হিসেবে সৌদি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে।

 

এ প্রসঙ্গে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্ডারসেক্রেটারি হিন্দ আল-জাহিদ বলেন, সৌদি নারীরা খুব তাড়াতাড়ি বিচারকের আসনে বসতে যাচ্ছে। এর জন্য কয়েকটি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

আল আরাবিয়ার কাছে এক সাক্ষাতকারে আল জাহিদ নারীর ক্ষমতায়নের বিষয়ে সৌদি সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির কথা বলেন। আন্তর্জাতিক স্বীকৃতি সৌদি আরবের নারী অধিকারের অগ্রগতি প্রমাণ করে উল্লেখ করে তিনি বলেন, দেশের শ্রম বাজারে নারীর অংশগ্রহণ প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে।

 

আল জাহিদ উল্লেখ করেন, আন্তর্জাতিক মহলের কাছে সৌদির নারী অধিকারের অগ্রগতি প্রমাণিত হয়েছে। বিশেষ করে, সৌদির শ্রম বাজারে নারীর অংশগ্রহণ প্রত্যাশা ছাড়িয়ে গেছে।

 

তিনি বলেন, ‘আজ তাদের অংশগ্রহণের হার ৩১ শতাংশে পৌঁছেছে। যা সৌদির জন্য একটি বড় অগ্রগতি। সিভিল সার্ভিস সেক্টরে সৌদি নারীর অংশগ্রহণের হার ৩৯ শতাংশ থেকে বেড়ে ৪১ শতাংশে উন্নীত হয়েছে। যার অধিকাংশই অন্যান্য খাতের তুলনায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে।’

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ