আজ শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান!
বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। আজ ১৪ এপ্রিল (বুধবার) শুরু হচ্ছে ১৪৪২ হিজরি সনের রমজান মাস । গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়।
গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে অনুষ্ঠেয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান।
চাঁদ দেখা কমিটির ঘোষণার পরে গতকাল মঙ্গলবার রাতে তারাবি নামাজ আদায় ও রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে সেহেরি খান ধর্মপ্রাণ মুসলমানরা। তবে এবার করোনার ভয়াবহতার কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবিসহ প্রতি ওয়াক্ত নামাজ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে।
মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে গত সোমবার (১২ এপ্রিল) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশগুলোতে মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশগুলোর সাথে মিল রেখে গত মঙ্গলবার বাংলাদেশের কিছু এলাকায় রোজা পালন করেছেন উক্ত অঞ্চলগুলোর ধর্মপ্রাণ মুসলমানেরা।