Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে তৈরি করুন শ্যাম্পু!

আমরা বেশিরভাগই বাজারের কেনা শ্যাম্পু ব্যবহার করি। বাজারের এই শ্যাম্পুগুলোতে রাসায়নিক পদার্থের পরিমাণ বেশি থাকে। এতে চুলের অনেক ক্ষতি হতে পারে। অনেকের চুল বেশি পড়ে যায় এসব শ্যাম্পু ব্যবহারের কারণে। কিন্তু এই সমস্যা থেকে উদ্ধার পেতে আপনি বাড়িতে নিজ হাতেই তৈরি করে নিতে পারেন শ্যাম্পু। এতে চুলের ক্ষতি কম হয়। 

 

 

চলুন দেখে নেয়া যাক ঘরেই শ্যাম্পু তৈরির পদ্ধতি: 

 

প্রথমে একটি গ্লাসের চার ভাগের এক ভাগ বিশুদ্ধ পানি নিতে হবে। এরপর ক্যাস্টাইল সাবান নিতে হবে। এই সাবান মূলত উদ্ভিজ্জ তেল দিয়ে তৈরি। বাজারে খুঁজলেই পাওয়া যাবে। হাফ চা চামচ উদ্ভিজ্জ তেল নিতে হবে। এরপর ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিতে হবে। সুগন্ধের জন্য আপনার পছন্দের একটি এসেনসিয়াল ওয়েল বেছে নিন। শ্যাম্পু রাখার জন্য একটি খালি বোতল নির্বাচন করুন। এবার সবগুলো উপাদান মেশালেই হয়ে গেল শ্যাম্পু। কোন রাসায়নিক উপাদানও নেই আর চুলের কোন ক্ষতির আশঙ্কাও থাকল না। 

 

এভাবেই সহজেই ঘরোয়া ভাবে তৈরি করে নিতে পারেন শ্যাম্পু।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ