Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্রমণে সাশ্রয়

মনের খোরাক মেটাতে দেশ বিদেশে ভ্রমণ করাটা ঔষধের মতো কাজ করে। বিপত্তি বাধে যখন দেখা যায় পকেটের সাথে নেশার যোগান এর সামঞ্জস্য হয় না। অনেকেই মনে করেন ঘুরে বেড়ানোটা খুবই খরচ এর ব্যাপার। অথচ কিছু ছোট ছোট জিনিস জানা থাকলে বা অনুসরণ করলে খুব সহজেই দেশের ভিতরে বা বাইরে বেড়ানোর খরচ ৩০ থেকে ৪০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। আসুন জেনেই নেই কিছু কৌশল যা অনুসরণ করে কম খরচে ভ্রমণ করা সম্ভব-

 

 

১. দলীয়ভাবে বেড়ানোর প্ল্যান করতে হবে। এতে খরচ কমে।

 

২. অফ সিজনে ভ্রমণ করলে খরচ কম হয়।

 

৩. নিজে ব্যবস্থা করলে খরচ কমে আসে।

 

৪. প্রিপ্ল্যান ও প্রিবুকিং করুন।

 

৫. শুকনো খাবার ও পানি সাথে রাখুন।

 

৬. এক্সপ্লো করুন।

 

৭. স্ট্রিট ফুডের দোকানে খাবারের মাধ্যমে খরচ কমাতে পারেন।

 

৮. দরদাম করুন।

 

৯. রাতে ভ্রমণ করুন।

 

১০. ক্যাম্পিং করলে খরচ কমে ও প্রকৃতির স্বাদ আরো কাছ থেকে পাওয়া যায়।

 

১১. ভ্রমণে গেলে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করুন।

 

১২. নতুন কোথাও গেলে কেনাকাটা বাবদ নির্দিষ্ট বাজেট রাখুন। এর বাইরে খরচ করবেন না।

 

১৩. বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলো পরখ করে দেখুন।

 

১৪. কমিউনিটিট্যুরিজম ট্যুরিজম বা স্থানীয় লোকেদের সাহায্য নিন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ