Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতে ত্বকের বাড়তি যত্নে ব্যবহার করুন মধু

শীত মানেই ত্বকের বাড়তি ময়েশ্চারাইজার দরকার। অন্য ঋতুর তুলনায় শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার পরিমাণ বেশি। তাই ঘরোয়া ভাবে ত্বকের জেল্লা বাড়াতে মধু বেশ উপকারী।  মধু প্রাকৃতিক ভাবে ময়েশ্চারাইজ করে ত্বককে উজ্জ্বল করে।  তবে আসুন জেনে নিই মধু দিয়ে কত রকমের প্যাক তৈরি হতে পারে,  যা এই শীতে ত্বকের যত্নে হবে ঔষধের মত!  

 

 

মধু ও লেবুর রস

 

শীতে ত্বকের বাড়তি যত্নে ব্যবহার করুন মধু

 

এক চামচ মধুর সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে ২০ মিনিট ধরে মুখে ম্যাসেজ করতে হবে। তারপর মিনিট দশেক রেখে দিন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।  এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে। 

 

 

মধু ও টকদই

 

শীতে ত্বকের বাড়তি যত্নে ব্যবহার করুন মধু

 

এক টেবিল চামচ টক দইয়ের সাথে দু চামচ মধু মিশিয়ে হাতে পায়ে মালিশ করুন।  এতে ত্বকের শুষ্কতা দূর হবে।  সপ্তাহে দুদিন এই প্যাকটি ব্যবহার করতে পারেন। 

 

 

মধু ও পেঁপে

 

শীতে ত্বকের বাড়তি যত্নে ব্যবহার করুন মধু

 

পাকা পেঁপের পেস্ট করে মধুর সাথে মিশিয়ে  ১৫ মিনিট ধরে মুখে হালকা ভাবে ম্যাসেজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।  এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে বয়সের ছাপ সহজে পড়ে না। 

 

 

মধু ও চিনি

 

শীতে ত্বকের বাড়তি যত্নে ব্যবহার করুন মধু

 

এক টেবিল চামচ মধুর সাথে এক চা চামচ চিনি মিশিয়ে  মুখে  ম্যাসেজ করুন৷ ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।  এটি স্ক্রাবের মত কাজ করবে। ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে।  

 

 

মধু ও কলা

 

শীতে ত্বকের বাড়তি যত্নে ব্যবহার করুন মধু

 

এক টেবিল চামচ মধুর সাথে পরিমাণ মত কলা পেস্ট করে মিশিয়ে নিন। তারপর ২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে নিন৷ ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।  এটি ত্বকের কালচে ভাব দুর করে। 

 

 

মধু ও হলুদ

 

শীতে ত্বকের বাড়তি যত্নে ব্যবহার করুন মধু

 

এক টেবিল চামচ মধুর সাথে  হলুদ গুঁড়ো গোলাপজল দিয়ে মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে ১৫ পর ধুয়ে ফেলুন।  এটি ত্বক উজ্জ্বল করবে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ