Skip to content

২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইচ্ছে ডানা

খোকা, খুকু গল্প শুনে
পায় যে বেজায় মজা,
খুকু ভাবে নিজকে রাণী
খোকা ভাবে রাজা।

 

দাদুর কাছে গল্প শুনে
মেলে ইচ্ছে ডানা, 
খুঁজে পেতে চায় যে তারা
স্বপ্নেরই ঠিকানা। 

 

প্রজাপতির মতো তারা
চায় যে উড়ে যেতে, 
ফুলপরীদের দেশে গিয়ে
থাকতে খেলায় মেতে।

 

রূপকথার ঐ গল্প শুনে 
হারায় চাঁদের দেশে,
মেঘের ভেলায় ভেসে ভেসে 
রংধনুতে মিশে।

 

ভূতের গল্প শুনে তাদের
গল্পের আসর থামে,
শীতের দিনেও ভয়ে তাদের 
শরীরটা যে ঘামে।

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ