অলিখিত কাব্য
একটা ভুলে ভরা রাত আমার,
তোমার কথা আজও স্মরণ করে।
একটা দুঃখের নগরী,
যার সাক্ষী হয়ে মহাকাল থাকে।
একটা বিরহী মনের অব্যক্ত গল্প,
যা মনে ধূসররঙের ছবি আঁকে।
একটা ভুলে ভরা রাত আমার আছে,
যেখানে অজস্র কাব্য অলিখিত থাকে।
ভরা পূর্ণিমা তবুও নিকষকালো আঁধার রাত,
মনের কার্নিশে উঁকি দেয় জোনাকির আলোয় প্রভাত।