Skip to content

ভারতীয় প্লেব্যাক গায়িকা,রাঘবেন্দরের আত্মহত্যার চেষ্টা

কল্পনা রাঘবেন্দর একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা। তিনি একাধারে আইডিয়া স্টার সিঙ্গার মালায়ালামের বিজয়ী এবং বিগ বস তেলুগু সিজন ১-এ অংশগ্রহণকারী, গীতিকার এবং অভিনেত্রী। তিনি পাঁচ বছর বয়সে প্লেব্যাক গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং ২০১৩ সালের মধ্যে ১,৫০০টি ট্র্যাক রেকর্ড করেছিলেন এবং ভারত ও বিদেশে ৩,০০০টি শোতে পারফর্ম করেছিলেন।রোববার (২ মার্চ) হায়দরাবাদের নিজামপেটের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্লেব্যাক গায়িকা কল্পনা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কল্পনাকে অচেতন অবস্থায় তার বাসায় পাওয়া যায়। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে কল্পনাকে। কল্পনার বাড়ির সিকিউরিটি গার্ড ব্যাপারটি লক্ষ্য করেন যে কল্পনা টানা দুই দিন অ্যাপার্টমেন্টের দরজা খোলেনি। এরপর খবরটি কল্পনার প্রতিবেশিদের জানান। দ্রুত পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে কল্পনাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। ঘটনার সময়ে কল্পনার স্বামী চেন্নাইয়ে ছিলেন, খবর পেয়ে তিনিও হায়দরাবাদে ফিরেছেন। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেন কল্পনা, তা জানা যায়নি।

অনন্যা ডেস্ক/ এসএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ