Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মা হচ্ছেন স্বাগতা, প্রকাশ করলেন বেবিবাম্পের ছবি

অভিনেত্রী, গায়িকা, মডেল ও উপস্থাপক জিনাত সানু স্বাগতা ভক্তদের জন্য শেয়ার করলেন আনন্দের খবর। মা হতে চলেছেন তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে নিজের বেবিবাম্পের ছবি প্রকাশ করে এ সুখবর জানান তিনি।

গত জানুয়ারিতে স্বাগতা ও তার স্বামী ড. হাসান আজাদ তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন। রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত সেই অনুষ্ঠানে জানা যায়, স্বাগতা অন্তঃসত্ত্বা। এবার সেই খবর নিশ্চিত করে নতুন অতিথির আগমনের বার্তা দিলেন এই তারকা দম্পতি।

ছবি প্রকাশের পর থেকেই স্বাগতাকে ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

প্রসঙ্গত, স্বাগতার স্বামী ড. হাসান আজাদ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন এবং সেখানেই পড়াশোনা সম্পন্ন করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা হাসান একজন ব্যবসায়ী এবং বর্তমানে লন্ডনে বসবাস করছেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ