Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সৌন্দর্যের উপমা

প্রকৃত সৌন্দর্যকে লুকিয়ে রেখো না
সাদাকালো মেকাপের অন্তরালে,
ভিতরকার হাসিকে দমিয়ে রেখো না
জগতের নিষ্ঠুরতার আঁটা ছলে।

শ্যামবরণ ঠোঁটের মধ্যে লাগিয়েও না
লাল গোলাপি রকমারি রং পোঁচ,
হৃদয়ের সরলতারকে থামিয়ে দিও না
চারপাশের বর্বরতা থাকুক রোজ।

সোনালী মেটে রুপকে খর্ব করোও না
নকল রূপের দম্ভ মহিমায় ভেসে,
সূর্যের আলো দিগন্তে হারিয়ে গেলেও
মানবতার মশাল জ্বালাও শেষে।

অন্যের চোখে দেখোও না নিজেকে
গায়ে মেখো না অহংকারী ছায়া।
বিনয়ের ঝুলানো সেই মাপকাঠিতে
তুমিই সর্বদা চিরন্তন দৃশ্যিত কায়া।

রুপের ছটাক না থাকল অঙ্গ জুড়ে
জনে কালো বলুক আঙুল তোলে,
নিজ গুণে ছড়িয়ে দাও আলো ভুবনে
স্বার্থক জম্ম হোক কর্মের আদলে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ