Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্চের উত্তাপ

একাত্তরের উত্তাল মার্চ-
দেশজুড়ে চাপা আতঙ্কে উত্তপ্ত টগবগে রুধির
কালোরাত্রির ধ্বংশস্তুপের নিচে দানা বাঁধে বিপ্লব
মুক্তির প্রলয়ে সামিল অপারেশন সার্চ লাইট।

ঘনীভূত কালো মেঘের ঘনঘটায়-
স্ফুলিঙ্গ দিয়ে উস্কে ওঠে স্তমিত আত্মবিশ্বাস
নর্দমার রক্তস্রোতে ভেসে যায় মানবতার শেষাংশ
বন্দুক বেয়ানটে বেড়ে যায় হায়েনাদের ক্ষিপ্ততা।

আগুন জ্বলে যায় শীতল রক্তে-
উত্তাপের পারদ উর্ধ্বমুখী হয়ে সংক্রমিত হয়
ফুঁসে ওঠে ভেতরে জাতির ঘুমন্ত পরাধীন আত্মা
নাড়া দিয়ে যায় পরাধীন শান্ত জাতীর বিবেকে।

স্তব্ধ নির্বাক নিষ্পলক করুণ দৃষ্টি-
পরিজন হারানো ব্যথাতুর হৃদয় হয় ইস্পাতসম
মুক্তির মহামন্ত্র প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে
ছড়িয়ে যায় দিগ্বিদিক মার্চের সে উত্তাপ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ