শীতের কষ্ট

কনকনে কী শীত পড়েছে
পৌষের শেষ বেলায়,
হিম হাওয়া লাগলে পরে
চরম দুর্দশায়।
কুয়াশায় ভরে চারপাশ
নেই সূর্যের দেখা,
দূরের সব ঝাপসা লাগে
বিষণ্ন সীমারেখা।
তীব্র শীতে গরিব মানুষ
আগুন জ্বালে ঘরে,
কিছুতেই যে শীত কাটে না
কষ্ট পেয়েই মরে।
কনক কুমার প্রামানিক প্রকাশ: ৯ জানুয়ারী ২০২৩, ০২:১৪ পিএম
কনকনে কী শীত পড়েছে
পৌষের শেষ বেলায়,
হিম হাওয়া লাগলে পরে
চরম দুর্দশায়।
কুয়াশায় ভরে চারপাশ
নেই সূর্যের দেখা,
দূরের সব ঝাপসা লাগে
বিষণ্ন সীমারেখা।
তীব্র শীতে গরিব মানুষ
আগুন জ্বালে ঘরে,
কিছুতেই যে শীত কাটে না
কষ্ট পেয়েই মরে।