লালা
লালা ঝরে পড়ছে, লালা
লোভের নয়, হিংসার নয়, প্রকৃতির
তোমার আমার ভেতরের নির্যাস
অবর্ণণীয় লালা।
চোখ যদি উপড়ে ফেলতে না-পারো
জিভ যদি কেটে ফেলে দিতে না-পারো
মননস্পর্শে, চেটেপুটেও নিতে পারো।
তবে জেনে রাখা ভালো, দাঁত বসাতে গেলেই
মিটে যাবে, কিন্তু সব খেলা
হুঁল ফোটাতে ফোটাতে, পতঙ্গের
ফিনফিনে,কেটে যায় সারাবেলা।
নিজের থুথু, গিলে খাওয়ার মতোই তাকে
পুড়ে যাওয়ার আগে
গিলে খেতে হয়, চাঁদের বুকে
প্রতিবন্ধী, কলঙ্কের যত ময়লা।