এক কাপ চা
ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উড়ে উড়ে যেনো
আকাশটাকে ছুঁয়ে দিতে চায় চায়ের ধোঁয়া
উঠা গরম ভাপ।
বায়ুমণ্ডল পেরিয়ে মিশে যেতে চায় মহাকাশে
কিন্তু চায়ের কেটলি, চায়ের কাপ তাকে
আগলে রাখতে চায়,
ভালোবেসে এই মাটির কাপে যেন থেকে যায়
এই মিনতি করে বারংবার।