স্মৃতির আনাগোনা
পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেলে,
কালো আঁধার উল্লাসে মেতে উঠে।
ক্রমশ নীরব হয়ে উঠে চারিদিক
দৃষ্টির সীমানায় স্মৃতিরা করে আনাগোনা।
কিছু সুখের
কিছু বেদনার।
বেদনার স্মৃতি গুলো জোনাকির মতো জ্বলে উঠে।
উত্তাপ ছড়ায় এই বুকে।
বহুদিনের জমানো কষ্ট,
মোমের মতো গলে গলে ঝরে,
অশ্রু হয়ে।
লোনা জলের বান বয়ে যায় কোমল বালিশে।