সবাই ভালো থাক
থাকতে হবে সৎ
গুণীজনের মত,
নইলে আঁধার
ছেয়ে যাবে
অদূর ভবিষ্যৎ।
সততাই সার
সেটাই ভালো, আর-
এর বিপরীত
রাস্তাগুলো
ব্যাপক সমস্যার।
কথার বরখেলাপ
করলে হবে পাপ,
পাপের বোঝা
বেড়ে গেলে
লাগবে অভিশাপ।
সবাই ভালো থাক
আঁধার ঘুচে যাক,
আর বেশিদিন
থাকবে না এই
সময় খতরনাক।