বুঝতে পারি
আমি এখন বুঝতে পারি
আমার ভালো-মন্দ,
খুঁজতে পারি নিজের মতো
ভেবোনা কেউ অন্ধ।
আমি এখন চিনতে পারি
বাংলা ভাষার বর্ণ
কিনতে পারি সঠিক দামে
খাঁটি মানের স্বর্ণ।
আমি এখন হাসতে পারি
হাসির চিহ্ন দেখে
ভাসতে পারি সবার সাথে
মান-অভিমান রেখে।
আমি এখন সইতে পারি
দুঃখ বেদনা কষ্ট,
কইতে পারি নিজের মুখে
ছন্দে কথা পষ্ট।