Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে খালেদা জিয়া

করোনায় আক্রান্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।  সিটিস্ক্যান করানোর জন্য বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

 

হাসপাতালে খালেদা জিয়া

 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং করোনার কোন উপসর্গও নেই। করোনায় আক্রান্ত হওয়ার পর বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে যার সবগুলো রিপোর্টও ভালো এসেছে। শুধু সিটিস্ক্যান করা বাকি থাকায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে সিটিস্ক্যান করানোর জন্য। 

 

চেয়ারপারসনের গুলশানের বাসায় মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার চিকিৎসা চলছে। অধ্যাপক এফএম সিদ্দিকী  বলেন, খালেদা জিয়ার সকালে জ্বর আসলেও এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তার ব্লাড রিপোর্ট ভালো। আমরা তার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ