Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে প্রথমবারের মতো সুপারশপ পরিচালনায় নারীরা!

প্রথমবারের মতো সৌদি আরবে পুরোপুরি নারীদের ধারা পরিচালিত হবে একটি সুপারশপ। দুবাই ভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠান লুলু সৌদির জেদ্দা নগরীতে খুলেছে এই সুপারশপ। নগরীর আল জামেয়া এলাকায় শপটি চালু হয়েছে। 

 

শপটিতে প্রয়োজনীয় সামগ্রী, তাজা খাবার, স্বাস্থ্য এবং সৌন্দর্য বিষয়ক সব ধরনের পণ্য আছে। তবে করোনা মহামারির কারণে এখন কেবল অনলাইন ভিত্তিক সেবা প্রদান করছে শপটি। 

 

লুলু হাইপার মার্কেট সৌদির প্রধান শেহিম মুহাম্মাদ বলেন, ‘সৌদিতে প্রথম বারের মতো পুরোপুরি নারীদের পরিচালনাধীন একটি শপ চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ শপের জেনারেল ম্যানেজার থেকে ক্যাশিয়ারসহ সব কর্মকর্তাই নারী হবেন। নারীদের কর্মক্ষেত্র তৈরিতে তা বড় ভূমিকা পালন করবে।’

 

অন্যদিকে নতুন চালু হওয়া শপের পরিচালক মাহা মুহাম্মাদ আলকামি বলেন, ‘লুলু গ্রুপের নারী পরিচালনাধীন শপের একজন সদস্য হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অর্থনৈতিক উন্নয়নে সৌদি নারীর একজন প্রতিনিধি হিসেবে আমি সম্মানবোধ করি।’

 

মূলত সৌদি সরকারের ঘোষিত ভিশন-২০৩০ বাস্তবায়নে সৌদি নারীদের অর্থনৈতিক অগ্রগতিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ