ব্রিটেনের ইতিহাসে নতুন সংযোজন জারা মোহাম্মদ!
ব্রিটেনের ইতিহাসে মুসলিম কাউন্সিলে (এমসিবি) প্রথমবারের মতো নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জারা মোহাম্মদ। এর আগে এই পদে কোন নারীকে দেখা যায়নি। কিন্তু এবার ইতিহাসের পাতায় নিজের নাম সংযোজন করেই ছাড়লেন এই নারী।
চলতি সপ্তাহেই মহাসচিব নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। এতে জারার প্রতিদ্বন্দ্বী ছিলেন জনপ্রিয় ইমাম ও বক্তা আজমল মসরুর। তাকে হারিয়ে মহাসচিব নির্বাচিত হন জারা। রোববার এমসিবি জারা মোহাম্মদকে সংস্থাটির মহাসচিব হিসেবে নির্বাচিত করেছে।
মহাসচিব নির্বাচিত হয়ে জারা মোহাম্মদ বলেন, ব্রিটেনের মুসলমানের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।
তিনি আরও বলেন, 'আমাকে দেখে অনেক তরুণী এগিয়ে আসবে, নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হবে। তারা আমাদের সংগঠন ও সমাজের ভবিষ্যৎ।'