অপূর্ণতা
সেই হেমন্ত বৈভবে ক্লান্ত পথিক
অবিশ্রান্ত পথের দুয়ারে
মেলে স্বপ্ন ছুটে চলে অনন্ত দূর
দিবাকরের অস্তি সামাধি তব
নিশার ঝাপটায় হারায়নি দিশা
ছুটে শুধু অনন্ত পথ অবিরাম অতিদূর।
হেমন্তের শুভ্রতা নিয়ে চলে বসন্তে
বসন্তের মধুরতা, গ্রীষ্মের তীব্রতা
বর্ষার শ্যামল ছায়া দুয়ারে যদিও
এখনো ফুরালো সে না পথ
তবু ক্লান্তি নেই, নেই অবসাদের ছায়া
নেই এতোটুকু বিশ্রামের দুদন্ড সময়
দুচোখে শুধু খুঁজে পাবার আকাঙ্খা
কি এমন চাওয়া; সুখি হবার দিক্ষা!
সুখের তালাশ করিয়া ব্যাকুল
সুখের সন্ধান পাইবো কত দূর
আছে তোমার কাছে তার কোন খোঁজ
তবে নিয়ে চলো ঘোচে যদি দুখ
বেঁটে আমি সুখের নাগাল নাই বা পেলাম
দৃষ্টি জুড়ে তৃষ্ট হবে কিছুটা তবু মন
নিয়ে যাবে সুখের দেশে, দেবে তার খোঁজ?