রূপের রাণী শরৎ
রূপের রাণী শরৎ এলো
সাদা মেঘের ভেলায়,
মেঘেরা তাই দল বেঁধেছে
উড়াউড়ি খেলায়।
মৃদু হাওয়ার পরশ লেগে
দুলছে পাকা ধান,
খুশি মনে কৃষকেরা
গাইছে মধুর গান।
নদীর পাড়ে কাশের বনে
সাদা ফুলের মেলা,
নীল মেঘেরা ভেসে বেড়ায়
পাখি করে খেলা।
শিশির ভেজা সকাল যেন
ফুলের ঘ্রাণে ভরা,
নীল শাড়িতে সাজে আকাশ
রঙিন হলো ধরা।