ঈদ যদি আসে
ঈদ যদি আসে আনন্দে হাসে আমাদের মন,
মিষ্টি সেমাই মজা করে খাই ঈদে সারাক্ষণ।
ঈদ আসে যদি ভাসে সুখনদী সকলের ঘরে,
কত পরিপাটি নতুন জামাটি জড়িয়ে গতরে।
আসে যদি ঈদ দূর হয়ে নিদ কেটে যায় রাত,
করে হইচই সবে মেতে রই ধরে হাতে হাত।
আসে ঈদ যদি তবে নিরবধি খুশিতে কাটাই,
খুব ভোরে উঠে স্নান করে ছুটে ঈদগাহে যাই।
যদি ঈদ আসে ছড়ায় বাতাসে আতরের ঘ্রাণ,
চারিদিকে বাজে ধর্মীয় সাজে ইসলামী গান।
যদি আসে ঈদ নেচে উঠে হৃদ ভেদাভেদ ভোলে,
মাংস পোলাও যত পারো খাও মুখে হাই তোলে।