কোথা তোমায় মেলে
মসজিদে গেলে জান্নাত মেলে
মন্দিরে মেলে মঙ্গল
তোমারে বলো কোথায় মেলে
পাহাড়, সাগর, জঙ্গল?
আর্তের ন্যায় আর্তনাদে
কাঙালের ন্যায় চাইছি তোমায়
যেন নতজানু কোন বুভুক্ষ আমি
বন্ধ্যা যেমন মাতৃ সাধনায়।
পাইলো তোমারে গাঙ্গের জল
ঐ গাছের ফুল, পথের ধূল
কবির ছন্দ, গীতের সুর
মেঘবালিকার অজানা ভুল।
তামাম দুনিয়ার সকলে বুঝিলো
বুকফাটা হাহাকার-পরিতাপ
বিফল মিনতি, সকল আকুতি
আমার চাওয়ায় বুঝি এতোই পাপ?