আমের হাসি
আম কাঁঠালের এমন দিনে
মনকে বাধা দায়,
শিশু-কিশোর দল বেঁধে সব
আম বাগানে যায়।
গাছে পাকা সিঁদুর রাঙা
থোকায় থোকায় ঝুলছে,
একটু হাওয়া বইছে তখন
আনন্দে সব দুলছে।
জৈষ্ঠ্য মাসের মধুর এ ফল
সবারই সমান প্রিয়,
বাড়ির পাশের গরিব বন্ধু
তাকেও সঙ্গে নিও।
গোটা গোটা আম ছুঁলে খায়
শিশুর মুখে হাসি,
গাছের তলে পাকা আমের
সুদর্শন সেই রাশি।
আমও হাসে খুশি মনে
ফলের রাজা সে,
ধনী গরীব সবাই যে পায়
খায় ভালোবাসে।