Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চমীর চাঁদ

বাতাবী লেবুর বনে
পড়ে যায় সাড়া,
কৃষ্ণচূড়া পলাশেরা
আজ দিশেহারা!

যখন হয়েছে দেখা
এই রাতে একা;
আরো কিছুক্ষণ থাকো;
মুছুক আঁধার রেখা।

তোমার আবেশে যেন
লাগে আরো সাধ;
চলে গেলে ডুবে যাবে
পঞ্চমীর চাঁদ!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ