পঞ্চমীর চাঁদ
বাতাবী লেবুর বনে
পড়ে যায় সাড়া,
কৃষ্ণচূড়া পলাশেরা
আজ দিশেহারা!
যখন হয়েছে দেখা
এই রাতে একা;
আরো কিছুক্ষণ থাকো;
মুছুক আঁধার রেখা।
তোমার আবেশে যেন
লাগে আরো সাধ;
চলে গেলে ডুবে যাবে
পঞ্চমীর চাঁদ!
শফিকুল মুহাম্মদ ইসলাম প্রকাশ:
বাতাবী লেবুর বনে
পড়ে যায় সাড়া,
কৃষ্ণচূড়া পলাশেরা
আজ দিশেহারা!
যখন হয়েছে দেখা
এই রাতে একা;
আরো কিছুক্ষণ থাকো;
মুছুক আঁধার রেখা।
তোমার আবেশে যেন
লাগে আরো সাধ;
চলে গেলে ডুবে যাবে
পঞ্চমীর চাঁদ!