জন্ম বাংলার বুকে
বাংলাদেশের নামটি এলো
তোমার হাতটি ধরে,
তোমার ডাকে দিয়েছি সাড়া
৭ই মার্চের পরে।
সোহরাওয়ার্দীর মাঠে ছিলো
লক্ষ মানুষের ঢল,
একটি কবিতা শুনার জন্য
দল বেঁধে সব চল।
তোমার কন্ঠে শুনেছি কবিতা
স্বাধীনতা তার নাম,
স্বপ্ন একে, তাজা রক্তে
রেখেছি তার প্রমাণ।
মার্চ মাসের সতেরো তারিখ,
জন্ম বাংলার বুকে,
নতুন সূর্য হেসেছে তখন
মুজিব নামটি মুখে।