স্বাধীনতার ফুল
একাত্তরের ছাব্বিশে মার্চ
জয় বাংলার গানের সুরে,
স্বাধীনতার ফুল ফুটেছে
বাংলা নামের বাগানজুড়ে।
ফুলের ঘ্রাণে মুগ্ধ হয়ে
বীর বাঙালি মুচকি হাসে,
বসুন্ধরার সকল প্রাণীই
এ ফুলকে খুব ভালোবাসে।
লাল-সবুজের নিশান উড়ে
ফুলকে রাখে অমর করে,
নয়টি মাসের যুদ্ধ শেষে
বিজয় এল ডিসেম্বরে।